শ্রীমঙ্গলে ১ কোটি ৪১ লাখ টাকার বিড়ি-সিগারেট ধ্বংস করল বিজিবি

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪ আপডেট: : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

সিলেট, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): বিভিন্ন অভিযানে জব্দ করা ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের বিড়ি-সিগারেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এইসব সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২১ আগস্ট থেকে গত ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছিল। পুড়িয়ে ধ্বংস করা বিভিন্ন ব্র্যান্ডের এই বিড়ি-সিগারেটের বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা। 

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এএসএম জাকারিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর), সিলেটের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের পরিদর্শক মাহবুব আলম পাটোয়ারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০