সিলেটে বিজিবি ও পুলিশের অভিযানে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২১:২১

সিলেট, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহানগর পুলিশের অভিযানে বিপুল পরিমাণের চোরাই পণ্যসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কয়েকটি এলাকায় অভিযানে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে টহল দল। জব্দকৃত পণ্যের মধ্যে ভরতীয় চিনি, গরু, সাবান, চকলেট ও মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচার করা শিং মাছ। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই পশু ও মালামালের মূল্য ৪৭ লাখ ৭০ হাজার ৭০০  টাকা।

এদিকে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথক অভিযানে চোরাই পথে আসা ২৫ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার নগরের দাসপাড়া ও শাহপরান গেট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে।

নগরীর শাহপরান গেট এলাকায় জব্দকৃত পণ্যের মধ্যে ৪০০ বস্তায় ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪২০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এই সময় গ্রেফতার করা হয় দুইজনকে। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড় লক্ষ্মীপুর গ্রামের আনসার আলী প্রমাণিকের ছেলে মো. মুসলিম উদ্দিন, একই থানার নন্দিগাতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জুবায়ের রহমান।

এদিকে, শাহপরান থানার দাসপাড়া এলাকায় অভিযানে ৩৬ বস্তায় ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮০০ কেজি ভারতীয় চিনিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতার করা হয় একজনকে। গ্রেফতারকৃত মইনুল আহমদ সিলেটের বিশ্বনাথের গাছতলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

চোরাচালান রোধে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০