সিলেটে বিজিবি ও পুলিশের অভিযানে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২১:২১

সিলেট, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহানগর পুলিশের অভিযানে বিপুল পরিমাণের চোরাই পণ্যসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কয়েকটি এলাকায় অভিযানে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে টহল দল। জব্দকৃত পণ্যের মধ্যে ভরতীয় চিনি, গরু, সাবান, চকলেট ও মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচার করা শিং মাছ। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই পশু ও মালামালের মূল্য ৪৭ লাখ ৭০ হাজার ৭০০  টাকা।

এদিকে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথক অভিযানে চোরাই পথে আসা ২৫ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার নগরের দাসপাড়া ও শাহপরান গেট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে।

নগরীর শাহপরান গেট এলাকায় জব্দকৃত পণ্যের মধ্যে ৪০০ বস্তায় ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪২০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এই সময় গ্রেফতার করা হয় দুইজনকে। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড় লক্ষ্মীপুর গ্রামের আনসার আলী প্রমাণিকের ছেলে মো. মুসলিম উদ্দিন, একই থানার নন্দিগাতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জুবায়ের রহমান।

এদিকে, শাহপরান থানার দাসপাড়া এলাকায় অভিযানে ৩৬ বস্তায় ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮০০ কেজি ভারতীয় চিনিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতার করা হয় একজনকে। গ্রেফতারকৃত মইনুল আহমদ সিলেটের বিশ্বনাথের গাছতলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

চোরাচালান রোধে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০