গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২১:২৪

গোপালগঞ্জ, ২৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলার টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব শেখ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব শেখ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত রাজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা এক হাজার পাঁচশ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু
সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 
বগুড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
রাজশাহীতে ১.৬৭ লাখ অতিরিক্ত কোরবানির পশু
আইপিএলে খেলতে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি
কেলির সেঞ্চুরিতে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল
সাম্য হত্যাকারীদের গ্রেফতার দাবি ঢাবি শিক্ষার্থীদের
তরুণ বিজ্ঞানীদের গবেষণায় পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থান হতে পারে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আবুধাবিতে শেষ হলো ট্রাম্পের গালফ সফর
১০