শিরোনাম
গাজীপুর, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গাজীপুরে ঢাকা-টাংগাইল রেলপথের কোনাবাড়ী এলাকার একটি ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলো, কোনাবাড়ীর নগর হাউজিং এলাকার সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) এস এম আরিফ জানান, মোটরসাইকেল আরোহীরা সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ্জামান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।