রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৫৭
শুক্রবার রংপুরে সড়কে দুর্ঘটনাকবলিত বাস। ছবি : বাসস

রংপুর ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। 

আজ শুক্রবার সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ৪ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলার পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরও ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ দুঘটনাটি ঘটে।

অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন। 

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালনোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 
২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে হারানো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার
১০