বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে : ডিএমপি কমিশনার

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:২৭ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:১৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বাংলা একাডেমিতে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : ডিএমপি

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে।

পুলিশের পাশাপাশি র‌্যাব, সিটিটিসিসহ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।

তিনি বলেন, সিসি ক্যামেরা ও ড্রোনে মনিটরিং হবে বইমেলা। বই মেলায় আগতদের দেহ তল্লাশি করা হবে।

উসকানিমূলক কোনো বই যাতে প্রকাশ না হয় সে বিষয়ে নজরদারি থাকবে বলেও জানিয়েছেন সাজ্জাত আলী।

ডিএমপির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং জোন ও নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মত টিএসসি থেকে দোয়েল চত্বর এই রাস্তার ট্রাফিক সিস্টেম পুরোপুরি বন্ধ করা হবে না। মাঝেমধ্যে বন্ধ থাকবে।

মেলা চলাকালে বিশ্বিবদ্যালয় ও মেলা এলাকায় ভারি যানবাহন চলবে না।

হকারদের যেখানে সেখানে না বসার আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু
গোলাগুলিতে অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লারই একজন 
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৭১১
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আজ
লিড প্লাটিনাম সনদ অর্জন করলো বাংলাদেশের আরও দুই কারখানা
বিশ্বব্যাপী নিরাপদ পানীয় জলের অভাবে রয়েছে প্রতি ৪ জনের ১ জন : জাতিসংঘ
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা : ব্যাখ্যা মিশনের
যুক্তরাষ্ট্রে ডাক পাঠানো স্থগিত করা দেশগুলোর সঙ্গে যোগ দিল অস্ট্রেলিয়া
ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু
১০