পার্বত্য অঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে: পার্বত্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১
আজ শুক্রবার রাঙ্গামাটি জেলায় রাঙ্গা বেইজ ক্যাম্পে ঢাকা ইউনিভার্সিটি হিল আ্যালামনাই এসোসিয়েশন ২০২৫ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বক্তব্য রাখেন। ছবি: পিআইডি

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের মানুষকে আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদের পাইওনিয়ার হতে হবে।

তিনি বলেন, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিই হলো আমাদের চিন্তা, চেতনা ও স্বপ্ন। 

আজ শুক্রবার রাঙ্গামাটি সদরের বালুখালি ইউনিয়নের জারুলছড়ি পাড়ার রাঙ্গা বেইজ ক্যাম্পে ঢাকা ইউনিভার্সিটি হিল আ্যালামনাই এসোসিয়েশন ২০২৫ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের মূল ভিত্তি গড়ে তোলা জরুরি। আমি চাই, এ অঞ্চলের মানুষের কোয়ালিটি এডুকেশন ও লাইভলিহুড ডেভলপমেন্ট। আর ধর্মীয়, সামাজিক, চ্যারিটির বিষয়গুলো বাড়ি থেকেই শিখতে হয়। এর ফল আমরা দেখতে পাই ৩৬ জুলাই আন্দোলনে।

পরে উপদেষ্টা ও অতিথিগণ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান রাজা দেবাশীষ রায়, রাজা সাচিং প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যুগ্ম সচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, কীর্তি নিশান চাকমা, অছ্য কুমার তঞ্চঙ্গা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০