বাংলাদেশের রাষ্ট্রদূত ও কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬
আজ কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কিরগিজ রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভ এর সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। ছবি : বাসস

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কিরগিজ রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভ এর সঙ্গে তাঁর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হয়। 

বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্রের উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে বেগবান করতে রাষ্ট্রদূত ড. ইসলাম দু’ দেশের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধি পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের জন্য প্রস্তাবিত চুক্তিটি সম্পাদনের বিষয়ে তিনি উপ-পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

অর্থনৈতিক সহযোগিতাকে বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্কের অন্যতম মূলভিত্তি হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত ড. ইসলাম এ সহযোগিতাকে আরো ফলপ্রসু করার লক্ষ্যে দু'দেশের মধ্যে সরকারি পর্যায়ের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিশন গঠনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। ব্যবসায়িক সহযোগিতা ও আদান-প্রদানকে আরো সহজ ও সাবলীল করার উদ্দেশ্যে দু’ দেশের চেম্বার এন্ড কমার্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে রাষ্ট্রদূত ইতিবাচক মতামত ব্যক্ত করেন। 

উপ-পররাষ্ট্রমন্ত্রী তেমিরবেক এরকিনভ দু-দেশের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এ বছরে দু’পক্ষের সুবিধাজনক সময়ে কিরগিজস্তানের রাজধানী বিসকেকে ফরেন অফিস কনসাল্টেশন আয়োজনের ব্যাপারে তাঁর অভিপ্রায় ব্যক্ত করেন। অর্থনৈতিক সহযোগিতাকে আরো গতিশীল করার প্রয়াসে রাষ্ট্রদূতের প্রস্তাবনাসমূহকে স্বাগত জানিয়ে ট্যাক্সেশন, বিনিয়োগ ও পর্যটন খাতে প্রস্তাবিত চুক্তি বা সমঝোতা স্মারকসমূহ দ্রুততার সঙ্গে সম্পাদনের উপর জোর তাগিদ প্রদান করেন। কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রজেক্টে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও কল্যান নিশ্চিতকরণে তিনি তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।

একই দিন আজ শুক্রবার রাষ্ট্রদূত ড. ইসলাম কিরগিজস্তানের নেতৃস্থানীয় ব্যবসায়ী ব্যক্তিবর্গের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০