বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭

দিরাইয়ে শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু

সুনামগঞ্জে একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু। ছবি: বাসস

সুনামগঞ্জ, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  সুনামগঞ্জের দিরাইয়ে দুই রাতব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত শাহ আব্দুল করিমের কালজয়ী গান ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান আর ঘাঁটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানের সুরে সুরে জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামের মাঠে গতকাল শুক্রবার রাত ৯টায় এ উৎসব শুরু হয়।

এ উৎসবের বিশেষত্ব হলো এটি রাতে শুরু হয়। গত রাতে শুরু হওয়া এ উৎসব আজ ভোর রাত পর্যন্ত চলে। আবার আজ সন্ধ্যায় একই স্থানে এই লোক উৎসব শুরু হয়ে চলবে রোববার ভোর রাত পর্যন্ত।

শাহ আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর উদ্যোগে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর সহযোগিতায় এ লোক উৎসবের আয়োজন করা হয়েছে। দিরাইসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহ আব্দুল করিমের ভক্ত ও বাউলরা এ লোক উৎসবে জড়ো হয়েছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া গতরাতে এ উৎসব উদ্বোধন করেন। শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি শাহ আবদুল করিমের পুত্র শাহ নূর জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোবাইল ব্যাংকিং বিকাশের চিফ এক্সার্টানাল এ্যান্ড কর্পোরেট এফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার ও তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ।

প্রসঙ্গত, শাহ আবদুল করিম ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি ২০০৬ সালে জীবিত থাকা অবস্থায় এই লোক উৎসব শুরু হয়। এ উৎসবে বিভিন্ন সময় দেশের বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন।

জেলার দিরাই উপজেলার উজাধল গ্রামের ইব্রাহিম আলী ও নাইওরজান বিবি দম্পতির পুত্র শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।