বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১

রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্য গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করা ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), মো. জাকির প্রকাশ তৌহিদ (৪০), মো. ইসমাইল হোসেন (৩৩), মো. হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাধন (৩০), চাঁন মিয়া (৫৪), বেল্লাল চাকলাদার (৪৫) ও মো. আসলাম খাঁন (৪৫)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।