বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬

বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা কানাডার মন্ত্রীর

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): বাংলাদেশ সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কানাডার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিয়ে মন্ত্রী হুসেন বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সক্ষমতা উন্নয়ন, দক্ষতা বিকাশ, প্রযুক্তিগত সহায়তা, কৃষি ও জনসংযোগ বিনিময় বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কানাডার ধারাবাহিক উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

দুই পক্ষ শ্রম সংস্কার, আর্থিক খাতের উন্নয়ন, স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিয়ে আলোচনা করে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের চ্যালেঞ্জ তুলে ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্ত্রী হুসেন বাংলাদেশের মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামে কানাডার অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

উভয় পক্ষ বাংলাদেশে কানাডিয়ান বিনিয়োগ আকর্ষণে ‘বিদেশি বিনিয়োগ ও সুরক্ষা আইন’ চূড়ান্ত করার বিষয়ে সম্মত হয়।

এছাড়া, আসন্ন ২০২৫ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে কানাডাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

দুই দেশই ভবিষ্যতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারও উপস্থিত ছিলেন।