নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান বিমসটেক মহাসচিবের

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেছেন, আঞ্চলিক ফোরাম হিসেবে বিমসটেককে যৌথ উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অঙ্গীকার গড়ে তুলতে হবে।

শ্রীলঙ্কা সফর শেষে ঢাকায় সংগঠনেরর সদর দপ্তরে ফিরে তিনি আজ এ মন্তব্য করেন।

সাত জাতির এই জোটের সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহাসচিবের শ্রীলঙ্কা সফর বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা যৌথ উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে বলা হয়, সফরকালে পান্ডে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শ্রীলঙ্কা বিমসটেকের প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়।

বিমসটেক জোট মূলত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। পরে মিয়ানমার, ভুটান ও নেপালকে অন্তর্ভুক্ত করে সাত জাতির ফোরামে পরিণত হয়। তবে এখনও এর মূল নাম বহাল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পান্ডে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও বৈঠক করেন এবং বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে কলম্বোর অগ্রাধিকার ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, মহাসচিব বিমসটেক ডিজিটাল কনক্লেভে প্রধান বক্তব্য উপস্থাপন করেন, যা এশিয়া গ্রুপের আয়োজনে বিমসটেক সচিবালয় ও শ্রীলঙ্কা সরকারের সহায়তায় অনুষ্ঠিত হয়।

বক্তব্যে পান্ডে বলেন, কনক্লেভ আঞ্চলিক ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বিমসটেকের সাফল্য, লক্ষ্য ও চ্যালেঞ্জ তুলে ধরে ডিজিটাল খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

মহাসচিব বঙ্গোপসাগর অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিমসটেকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় একলাখ ৭৫ হাজার টাকা জরিমানা
বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দিনাজপুরে দোয়া মাহফিল 
তানজানিয়ায় খনি ধসে নিহত ২৫
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
১০