নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান বিমসটেক মহাসচিবের

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেছেন, আঞ্চলিক ফোরাম হিসেবে বিমসটেককে যৌথ উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অঙ্গীকার গড়ে তুলতে হবে।

শ্রীলঙ্কা সফর শেষে ঢাকায় সংগঠনেরর সদর দপ্তরে ফিরে তিনি আজ এ মন্তব্য করেন।

সাত জাতির এই জোটের সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহাসচিবের শ্রীলঙ্কা সফর বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা যৌথ উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে বলা হয়, সফরকালে পান্ডে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শ্রীলঙ্কা বিমসটেকের প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়।

বিমসটেক জোট মূলত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। পরে মিয়ানমার, ভুটান ও নেপালকে অন্তর্ভুক্ত করে সাত জাতির ফোরামে পরিণত হয়। তবে এখনও এর মূল নাম বহাল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পান্ডে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও বৈঠক করেন এবং বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে কলম্বোর অগ্রাধিকার ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, মহাসচিব বিমসটেক ডিজিটাল কনক্লেভে প্রধান বক্তব্য উপস্থাপন করেন, যা এশিয়া গ্রুপের আয়োজনে বিমসটেক সচিবালয় ও শ্রীলঙ্কা সরকারের সহায়তায় অনুষ্ঠিত হয়।

বক্তব্যে পান্ডে বলেন, কনক্লেভ আঞ্চলিক ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বিমসটেকের সাফল্য, লক্ষ্য ও চ্যালেঞ্জ তুলে ধরে ডিজিটাল খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

মহাসচিব বঙ্গোপসাগর অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিমসটেকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই হাজার ড্রোনের প্রদর্শনীতে শেষ হলো ১৪ জুলাই উইমেন্স ডে
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
১০