নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান বিমসটেক মহাসচিবের

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেছেন, আঞ্চলিক ফোরাম হিসেবে বিমসটেককে যৌথ উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অঙ্গীকার গড়ে তুলতে হবে।

শ্রীলঙ্কা সফর শেষে ঢাকায় সংগঠনেরর সদর দপ্তরে ফিরে তিনি আজ এ মন্তব্য করেন।

সাত জাতির এই জোটের সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহাসচিবের শ্রীলঙ্কা সফর বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা যৌথ উন্নয়ন ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে বলা হয়, সফরকালে পান্ডে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শ্রীলঙ্কা বিমসটেকের প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়।

বিমসটেক জোট মূলত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। পরে মিয়ানমার, ভুটান ও নেপালকে অন্তর্ভুক্ত করে সাত জাতির ফোরামে পরিণত হয়। তবে এখনও এর মূল নাম বহাল রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পান্ডে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও বৈঠক করেন এবং বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে কলম্বোর অগ্রাধিকার ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, মহাসচিব বিমসটেক ডিজিটাল কনক্লেভে প্রধান বক্তব্য উপস্থাপন করেন, যা এশিয়া গ্রুপের আয়োজনে বিমসটেক সচিবালয় ও শ্রীলঙ্কা সরকারের সহায়তায় অনুষ্ঠিত হয়।

বক্তব্যে পান্ডে বলেন, কনক্লেভ আঞ্চলিক ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বিমসটেকের সাফল্য, লক্ষ্য ও চ্যালেঞ্জ তুলে ধরে ডিজিটাল খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

মহাসচিব বঙ্গোপসাগর অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিমসটেকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০