শিরোনাম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অন্তর্র্বর্তী সরকারের একটি টাস্কফোর্স দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি মজুত গড়ে তোলার সুপারিশ করেছে।
টাস্কফোর্স সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, ‘খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য বাংলাদেশ বর্তমানে খাদ্য পণ্যের মজুত বজায় রাখছে। তাই, আমরা ডিজেল, সার ও ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় পণ্যের জন্য অতিরিক্ত নিরাপত্তামূলক মজুত করার জন্য এই পদ্ধতি সম্প্রসারণের সুপারিশ করেছি। আমদানির উপর নির্ভরতার কারণে এসব পণ্যের দামের অস্থিরতার ঝুঁকি রয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সৌর ও বায়ু শক্তি ব্যবহার বৃদ্ধি করা বা ভোজ্য তেল বীজের স্থানীয় উৎপাদন বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদী কৌশলগুলো গুরুত্বপূর্ণ হলেও দেশে নিরাপত্তামূলক মজুত ব্যবস্থা মূল্য নির্ধারণ ও সরবরাহের ক্ষেত্রে আরও তাৎক্ষণিক স্থিতিশীলতা বয়ে আনতে পারে।’
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ গত ৩০ জানুয়ারী ‘অর্থনীতির পুন:কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ’ শীর্ষক টাস্কফোর্সের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন।
উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থায় ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য গত ১০ সেপ্টেম্বর ১২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়।
উপস্থাপন করা পদক্ষেপ ও সুপারিশগুলো অর্থনৈতিক সংস্কারের জন্য একটি প্রাথমিক রোডম্যাপ হিসেবে কাজ করবে। এতে দেশের জনগণের চাহিদার প্রতি সাড়া দিয়ে রূপান্তরিত বাংলাদেশের জন্য একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্যসেবা, শিক্ষা ও শাসনব্যবস্থায় ফলপ্রসূ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে অন্তর্র্বর্তীকালীন সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোতে আস্থা পুনরুদ্ধার এবং টেকসই অগ্রগতির ক্ষেত্রে গতি সঞ্চার করতে পারে।