বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭ আপডেট: : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার আজ বাংলাদেশ সফর শেষ করেছেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। 

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে মার্টিন রেইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহিষ্ণু এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার প্রস্তাব দেন তিনি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি বাংলাদেশে বিশ্ব ব্যাংকের চলমান এবং পরিকল্পিত সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

মার্টিন রেইজার বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালীন সময়কে শাসনব্যবস্থার উন্নতি এবং স্বচ্ছতার স্বার্থে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বিশ্বব্যাংক সরকারকে বিভিন্ন সংস্কারে সহায়তা করছে। ব্যাংক রেজ্যুলেশন, সম্পদ পুনরুদ্ধার, কর নীতি, রাজস্ব সংগ্রহ, ক্রয় ও নিরীক্ষণ এবং জাতীয় পরিসংখ্যানের মান ও স্বাধীনতা জোরদারকরণ- এ সংস্কারগুলো মধ্যমেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসা ও জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।

তিনি আরো বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে, একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে এবং ঢাকায় ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা সফরকালে মার্টিন রেইজার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং উন্নয়ন অগ্রাধিকার ইস্যু নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০