শিরোনাম
চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দেশের অন্যতম বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কার্টনে-কার্টনে সয়াবিন তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে দুই পরিবেশক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, বোতলজাত তেল বাজারে পাওয়া যাচ্ছিলো না। কোম্পানিগুলো তেল সরবরাহ করছে ডিলারের কাছে। কিন্তু ডিলাররা যথাযথভাবে দোকানগুলোতে তেল সরবরাহ করছে না। থাকার পরেও তারা বলছে তেল নেই। আমরা খাতুনগঞ্জের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এ ছাড়া অন্যান্য ব্যবসায়িদেরও সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, প্রথমে ‘মেসার্স আল আমিন স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানে আমরা আমাদের একজনকে তেল আছে কিনা খোঁজ নিতে পাঠাই। তারা তখন বলেছে তেল নেই। পরে ওই প্রতিষ্ঠানে আমরা গিয়ে তেল পেয়েছি। তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এরপর ‘সাতকানিয়া স্টোর’ নামে পুষ্টি তেলের এক ডিলারের কাছে গিয়ে আমরা জিজ্ঞেসে করেছি তেল আছে কিনা। তারাও আমাদের জানায়, তাদের কাছে তেল নেই। কোম্পানির কাছ থেকে জানতে পেরেছি, ১ হাজার ৩০০ কার্টুন, যা প্রায় ২৪ হাজার লিটার তেল সাতকানিয়া স্টোরকে সরবরাহ করেছে। পরে তিনি স্বীকার করেন তাকে ৬০০ কার্টুন তেল সরবরাহ করা হয়েছে। এর মধ্যে তিনি ৪০ কার্টুন তেল সরবরাহের হিসেব আমাদের দিতে পেরেছেন। বাকিগুলোর হিসেব দিতে পারেননি। তার মানে কৃত্রিম সঙ্কট তৈরির জন্য এগুলো গুদামজাত করে রেখেছেন। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেন পরিচালক ফয়েজ উল্লাহ।