সারাদেশে শিল্প-সাহিত্য বন্ধ হয়ে গেছে বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪ আপডেট: : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৯
মঙ্গলবার ডিসি সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : পিআইডি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সারাদেশে শিল্প-সাহিত্য বন্ধ হয়ে গেছে, এ ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সারাদেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ফলে, শিল্প-সাহিত্য বন্ধ হয়ে গেছে। এ ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক নয়।  গত ১৫ বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এখন তার চেয়ে আরো বেশি অনুষ্ঠান হচ্ছে।

সবাইকে একটি ইনক্লুসিভ এবং কালচারালি অ্যাকটিভ বাংলাদেশ গড়তে কাজ করতে হবে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, আজকের ডিসি সম্মেলনে, কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতা ছিল, সে বিষয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের মন্ত্রণালয় সবাইকে নিয়ে কি ধরনের কাজ করবো তা নিয়েও পরিকল্পনা করা হয়েছে।

উপদেষ্টা বলেন, কোন কোন জায়গায় বাউল অনুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে না- আবার অস্বীকার করছি না যে, কোথাও এমনটা ঘটেনি? নিশ্চয়ই এমনটা ঘটেছে। তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠানও হচ্ছে। যেখানেই সমস্যা, হচ্ছে সেখানেই আমরা আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নাট্য উৎসব নিয়ে যে ঘটনা ঘটেছে, এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটার পেছনে নাট্যকর্মীদেরই একটা অংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি বন্ধ করা হয়েছে। এর আড়ালে এক দল ফ্যাসিস্টের দোসর কাজ করছে যারা জুলাই-আগস্টের ছাত্র হত্যায় উসকানি দিয়েছে। এখানে মহিলা সমিতির সঙ্গে কোন সম্পর্ক নাই। এদের সঙ্গে কোন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠী কোন সম্পর্কে জড়িত না। 

পহেলা বৈশাখ বিষয়ে তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলারই একটা বড় উৎসব। এ উৎসব প্রত্যেকবার যেভাবে উদযাপিত হয়, এবারো সেভাবে হবে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্রগুলো মাঠ পর্যায়ে প্রচারের কোন নির্দেশনা জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে-কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি বানানো হয়েছে। এগুলো মাঠ পর্যায়ের প্রশাসন এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই কাজটি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, যারা বলেন, ফ্যাসিস্টরা পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে সাংস্কৃতিক স্বাধীনতা চলে গেছে। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় কত বাউলের চুল কেটে দেওয়া হয়েছে, কত বাউল মেলা নষ্ট করা হয়েছে, কত সিনেমা হল হাসপাতাল হয়েছে ফলে এখন যে দুই একটা ঘটনা হচ্ছে, এগুলো আসলে কেউ কেউ বলতে চাচ্ছে যে দেশে সাংস্কৃতিক চর্চা বন্ধ। আমি তাদের কথা গুরুত্বে নিয়ে জানাবো, আপনারা খেয়াল করে দেখেন যে কি পরিমাণ কালচারাল অনুষ্ঠান হচ্ছে। 

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘সমস্যা তখনও ছিল এখনও আছে। আমরা একদিনে বাংলাদেশকে বদলাতে পারবো না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা বাংলাদেশকে পেয়েছি প্রায় পুলিশবিহীন অবস্থায়। সেখান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসন ঠিক করা-এই সবকিছু মিলিয়ে এ পর্যায়ে আসা সহজ নয়। এর পাশাপাশি একটা রাজনৈতিক ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনা যদি নির্বাচনের মাধ্যমে পদ ছাড়তো তাহলে দেশের এই দুর্গতি হতো না বলেও উল্লেখ করেন তিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১০