বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত: সর্বোচ্চ আদালতে ব্যারিস্টার সালাউদ্দিন দোলন

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ‘বিগত দিনে রাষ্ট্রের দুবৃত্তায়ন ও বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত।’

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগে এক শুনানিতে এ কথা বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার  সালাউদ্দিন দোলন।

সর্বোচ্চ আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়েছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোন অবস্থাতেই সে দায় এড়াতে পারে না। বিগত সময়ে বিচার বিভাগের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে লোকে প্রিয়জন হত্যার পরেও বলত বিচার চাই না।’

সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি কোন দলীয় পরিচয় বিবেচনায় নয়, একজন মানুষ ও নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার সাথে অবিচার করা হয়েছে। ওনাকে যে মামলায় সাজা দেয়া হয় এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়, সে মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোন টাকা আত্মসাৎ করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত ছিল। উনি বিএনপির চেয়ারপার্সন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে উনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই ওনার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০