বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত: সর্বোচ্চ আদালতে ব্যারিস্টার সালাউদ্দিন দোলন

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ‘বিগত দিনে রাষ্ট্রের দুবৃত্তায়ন ও বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত।’

প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগে এক শুনানিতে এ কথা বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার  সালাউদ্দিন দোলন।

সর্বোচ্চ আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়েছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোন অবস্থাতেই সে দায় এড়াতে পারে না। বিগত সময়ে বিচার বিভাগের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে লোকে প্রিয়জন হত্যার পরেও বলত বিচার চাই না।’

সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি কোন দলীয় পরিচয় বিবেচনায় নয়, একজন মানুষ ও নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার সাথে অবিচার করা হয়েছে। ওনাকে যে মামলায় সাজা দেয়া হয় এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়, সে মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোন টাকা আত্মসাৎ করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত ছিল। উনি বিএনপির চেয়ারপার্সন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে উনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই ওনার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০