ভাষা সৈনিকদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫ আপডেট: : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬
ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মুক্তিযোদ্ধাদের মত ভাষা সৈনিকদেরও আর্থিক সম্মানি ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার জোট। পাশাপাশি ভাষা সৈনিকদের যারা বেঁচে আছেন এবং যারা মারা গেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মাননাসহ পূর্ণ মর্যাদা দেওয়ার জোর দাবি সংগঠনটির।

‘সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে’ আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এই সব বক্তব্য উঠে আসে।

মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিকের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর, বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রিনো, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. রাজু আহমেদ সুজন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। অথচ এই ভাষা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও এই ভাষা সৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণ মর্যাদা দেওয়া হয়নি। যাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি সেই সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদান করা আমাদের দ্বায়িত্ব। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তান (রফিক, সালাম, বরকত, জব্বার) দেখিয়েছেন বাংলার তরুণরা বুকের তাজা রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের সাথে আপস করে নাই।

বক্তারা মানববন্ধনে জুলাই গণঅভ্যূত্থানে যারা হতাহত হয়েছেন তাদের সকল পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। আহতদের চিকিৎসা বাবদ ৫০ লক্ষ টাকা এবং শহীদ পরিবারবর্গকে ১ কোটি টাকা সহায়তার দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০