শুল্ক ছাড়ে বাড়তি আমদানি : রমজানের পণ্যে ভরপুর চট্টগ্রামের খাতুনগঞ্জ, দামও নিম্নমুখী

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮
চট্টগ্রামের খাতুনগঞ্জ। ছবি : বাসস

॥ মোহাম্মদ জিগারুল ইসলাম ॥  

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শুল্কছাড়সহ প্রণোদনামূলক নানামূখী সহায়তার কারণে আসন্ন রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি ও সরবরাহ বাড়ার পাশাপাশি ইতিমধ্যেই বাজারে এসব পণ্যের দাম কমতে শুরু করেছে। 

ব্যবসায়ীরা এবার বাড়তি ভোগ্যপণ্য আমদানি করেছেন। ফলে দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার আগেভাগেই ভোজ্যতেল, ছোলা, চিনি, পেয়াঁজ, আলু, খেজুরসহ রমজানের অত্যাবশ্যকীয় পণ্যে বাজার সরগরম হয়ে উঠছে।

রমজানকে সামনে রেখে মূল্য সহনীয় ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গৃহিত দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বাজারে ইতিবাচক প্রভাব দৃশ্যমান। এতে করে বাজার সিন্ডিকেটের অপতৎপরতা হ্রাস ও কারসাজির আশঙ্কা দূরীভূত হবার পাশাপাশি খুচরা ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে স্বস্তি নেমে এসেছে।

এমন বাজারচিত্র গত কয়েক বছর দেখা যায়নি। আগের বছরগুলোতে দেখা গেছে, শবে বরাতের কয়েক দিন আগে থেকেই ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকে। রোজা আসতে আসতে বাজার চড়ে যায়। এবার দেখা গেছে ব্যতিক্রম। খাতুনগঞ্জে ব্যবসায়ীরা আড়তে পর্যাপ্ত পণ্য রেখে বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। ফলে বাজারে দামও গতবছরের তুলনায় কম।

অন্তর্বর্তী সরকার রমজান মাস সামনে রেখে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করে। গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে এ ধরনের একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। 

বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে, এ নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পণ্যগুলো হচ্ছে- চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর। 

তবে যেসব আমদানিকারকদের লেনদেনে স্বচ্ছতা রয়েছে তারা এলসির ক্ষেত্রে ব্যাংকের সুবিধা বেশি পাচ্ছে। এরপর থেকেই এসব পণ্য আমদানি বাড়তে থাকে।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মো. শাহ আলম বলেন, রমজানকে ঘিরে সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে জানুয়ারিতে। 

ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আরও পণ্য আমদানি হবে। গত সাড়ে চার মাসে ১৭ ক্যাটাগরির ভোগ্যপণ্য এসেছে সাড়ে ১৯ লাখ টন। 

২০২৪ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারির এ পর্যন্ত সাড়ে চার মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ, চিনি, দারুচিনি, লবঙ্গ, রসুন, জিরা, জায়ফল, গোলমরিচ, আদা, হলুদ, সরিষা, কিচমিচ, ছোলা, মটর ও মসুর ডাল, ভোজ্যতেল আমদানি হয়েছে প্রায় ২০ লাখ টন।

একই সময়ে গত বছর আমদানি হয়েছিল ১৭ লাখ ৩২ হাজার ৪২১ টন। এবার ১২ শতাংশেরও বেশি আমদানি হয়েছে।

রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলা। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি ২০২৫ সালের শুধু জানুয়ারি মাসেই ছোলা খালাস হয়েছে ৯৭ হাজার ১৮১ টন। অথচ পুরো রমজানে দেশে ছোলার চাহিদা রয়েছে এক লাখ টনের মতো। আরও কিছু ছোলা খালাসের অপেক্ষায় আছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে খালাস হয়েছিল ৬৬ হাজার ৪০ টন ছোলা। 

খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি ভালোমানের ছোলা বিক্রি হচ্ছে ৯২ টাকা ৫০ পয়সা দরে। মধ্যম মানের ছোলা বিক্রি হয়েছে ৯০ টাকা কেজিতে। গত বছর রমজানের আগে একই ছোলা বিক্রি হয়েছিল ৯৫ টাকা থেকে ১০০ টাকা কেজিতে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, পেঁয়াজ, আদা ও রসুনের দাম গত ১৫ দিন ধরে কমছে। বাজারে এখন দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ সবচেয়ে বেশি। 

চীন থেকে আসা আদা, রসুনের মজুদও পর্যাপ্ত। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩২-৩৮ টাকা, আর ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ টাকা। আদা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা পর্যন্ত। পনেরদিন আগে আদার কেজি ৭৫-৮০ টাকা। এখন কেজিতে ১০ টাকা কমেছে। রসুন বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকা কেজি। রসুনের দামও ১৫ টাকা কমেছে।

তিন পণ্যে বাড়তি আমদানির প্রভাব পড়েছে জানিয়ে তিনি বলেন, বাজারে এখন দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে পণ্যটির দাম কমছে। পেঁয়াজের সঙ্গে মসলাপণ্যের মধ্যে আদা ও রসুনের দামও কমছে। অথচ অন্যান্য বছর রোজার এ সময় দাম থাকে বাড়তি। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে নামতে হয় মাঠে। এবারের চিত্র উল্টো। 

খাতুনগঞ্জের অধিকাংশ পাইকারি ব্যবসায়ীরা ক্রেতা পাচ্ছেন না। ফলে তারা লোকসানের শঙ্কায় আছেন বলে তিনি জানান।

আমদানি বাড়ায় খেজুরের দাম কমছে জানিয়ে চট্টগ্রামের ফলমন্ডির বিসমিল্লাহ স্টোরের মালিক আবুল হাসেম বলেন, বর্তমানে প্যাকেট মেডজুল পাঁচ কেজির প্যাকেট ৪ হাজার ১শ’ টাকা, আজোয়া ৪ হাজার ৫শ’ টাকা, সাফাবি ৩ হাজার ২শ’ টাকা এবং মরিয়ম ৭ হাজার ৭শ’ টাকা। 

গত বছর যেসব খেজুরের কার্টন চার হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার বিক্রি হচ্ছে ৩ হাজার ৩শ’ থেকে ৩ হাজার ৪শ’ টাকায়। খেজুরের শুল্ক কমানোর পর দামও কমেছে। রোজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে।

তিনি জানান, বাংলাদেশে বছরে খেজুরের চাহিদা প্রায় ৯০ হাজার টন। এর মধ্যে রমজানে চাহিদা থাকে ৫০ হাজার টনের কাছাকাছি। শুধু এবছরের জানুয়ারি মাসে আমদানি হয়েছে ২১ হাজার ২৬১ টন। খেজুরের মূল্য নিয়ন্ত্রণে সরকার শুল্কহার কমানোয় দেশে রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে।

এবার চাহিদার বিপরীতে অনেক বেশি ভোগ্যপণ্য ব্যবসায়ীরা আমদানি করেছেন জানিয়ে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। রোজায় চিনির চাহিদা থাকে প্রায় ৩ লাখ টন। এর মধ্যে গত ডিসেম্বর ও জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর দিয়ে চিনি আমদানি হয়েছে ২ লাখ ৫৩ হাজার টন, যা চাহিদার ৮৫ শতাংশ।

ভোজ্যতেল আমদানিতে প্রথম দফায় গত বছরের ১৭ অক্টোবর ও দ্বিতীয় দফায় ১৯ নভেম্বর শুল্ককর কমিয়ে শুধু ৫ শতাংশ করা হয়। 

চট্টগ্রাম কাস্টমের তথ্যে দেখা যায়, রমজানে ভোজ্যতেলের চাহিদা থাকে প্রায় ৩ লাখ টন। এর বিপরীতে শুধু জানুয়ারিতেই সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে ৩ লাখ ৮৯ হাজার টন। খালাসের অপেক্ষায় রয়েছে আরও কিছু ভোজ্যতেল। ওই হিসেবে দেশে ভোজ্যতেলের সংকট হওয়ার কথা না।

নাম প্রকাশে অনিচ্ছুক খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী বলেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত আমদানির কারণে বাজারে ভোজ্যতেলের সঙ্কট হবার কোনো কারণ না থাকলেও একটি অসাধুচক্র এখনো কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত। 

আমদানিকৃত তেলের মজুদ ও সরবরাহ পর্যায়ে নিবিড় তদারকি এবং অসাধু আমদানিকারক ও মজুদদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিলে এ পাঁয়তারা আগে ভাগেই রোধ করা সম্ভব বলে এসব ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেন।

খাতুনগঞ্জের মেসার্স এম কে ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মুহাম্মদ রফিকুল আলম বলেন, ‘খাতুনগঞ্জের বাজারে মঙ্গলবার এস আলমের রেডি চিনি বিক্রি হয়েছে প্রতিমণ ৪ হাজার ২৩০ টাকা। পাশাপাশি সিটি ও মেঘনা গ্রুপের চিনি বিক্রি হয়েছে ৪ হাজার ১৭৫ টাকা। গত বছর একই সময়ে প্রতিমণ চিনির দাম ছিল ৫ হাজার টাকার কাছাকাছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ট্রাম্প
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
১০