নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দু'টি টিম আজ বাজারে অভিযান পরিচালনা করে সাতটি  প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও মালিবাগ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদারকি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় নিত্যপণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন তারা। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল কাদেরের নেতৃত্বে আরেকটি দল মালিবাগ বাজারে বিভিন্ন অনিয়মের কারণে দু'টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করে। 

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন নিয়ে সেমিনার
প্রকৃতির বিরূপ প্রভাবে টাঙ্গাইলে বিলুপ্তির পথে শাপলা-শালুক 
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু
চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শেখ হাসিনার গোপন ব্যাংক লকারের সন্ধান পেল সিআইসি
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানালো পোল্যান্ডের সেনাবাহিনী
নাইজারের প্রতি আইএস-এর আক্রমণ থেকে নাগরিকদের রক্ষার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
১০