নারী শিক্ষার বিস্তার ও সহিংসতা রোধে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার : কেয়া খান

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১

সিলেট, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেছেন, সরকার নারী শিক্ষার প্রসার ও নারীর প্রতি সবধরনের সহিংসতা রোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার- ২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কেয়া খান আরও বলেন, ‘তৃণমূল নারীদের সমাজের উন্নয়নের মূল স্রোতে আনার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদেরকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ চলছে। তৃণমূলে দুই কোটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির আওতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে জীবন সংগ্রামে জয়ী, অনুকরণীয় ও দৃষ্টান্ত সৃষ্টিকারী নারীদের অবদানকে স্বীকৃতি দিচ্ছে সরকার।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ, উপমহাপুলিশ কমিশনার সজিব খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক ও অদম্য কর্মসূচি পরিচালক মো. মনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মহিলাবিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার।

সিলেট বিভাগে অদম্য নারী পুরস্কার ২০২৪ এর আওতায় শ্রেষ্ঠ অদম্য নারী মনোনীত হয়েছেন অর্থনৈতিতে সাফল্য অর্জনকারী নারী আম্বিয়া খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মাজেদা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সফল নারী মোছা. রেহেনা বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য শেখ রওশন আরা নিপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোটচাঁদপুরে যৌথ অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা 
নড়াইলে বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী পালিত
বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন রিজভী
হোপস অফ হিউম্যানিটি সেন্টার ১ হাজার গাছের চারা বিতরণ করেছে
২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
ইনফ্লুয়েঞ্জা টিকাকে স্বাস্থ্য কৌশলে অন্তর্ভুক্তির আহ্বান বিশেষজ্ঞদের
আরব আমিরাতকে হারিয়ে আফগানিস্তানকে নিয়ে ফাইনালে পাকিস্তান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
ইউক্রেনে পশ্চিমা সেনারা রুশ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হবে : পুতিন
১০