নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯
শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ। ছবি: বাসস

নীলফামারী, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) :  ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানে জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, এনএসআই এর যুগ্ম-পরিচালক ফিরোজ কবির মাহমুদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ডার রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মাজহারুল ইসলাম ভূঁইয়া।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন আনসার সদস্যের মধ্যে পুরষ্কার হিসেবে বাই-সাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাবেশে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একশ নারী আসনে সরাসরি নির্বাচন দাবি এনসিপি’র
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে 
বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটার উদ্বোধন
উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদের যোগদান
কুমিল্লায় বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে,দরকার সরকারি সহযোগিতা
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
১০