চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭

বাসস দেশ-২৭ জুয়াড়ি-গ্রেপ্তার চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে চান্দগাঁও থানারওসি আফতাব উদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাতে থানার বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন খুইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), সাইফুল ইসলাম হাসিব (১৯), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু প্রকাশ জীবন (৩১) ও সাজ্জাদ হোসেন নয়ন (৩১)। ওসি জানান, বিশেষ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০