চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭

বাসস দেশ-২৭ জুয়াড়ি-গ্রেপ্তার চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে চান্দগাঁও থানারওসি আফতাব উদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাতে থানার বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন খুইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), সাইফুল ইসলাম হাসিব (১৯), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু প্রকাশ জীবন (৩১) ও সাজ্জাদ হোসেন নয়ন (৩১)। ওসি জানান, বিশেষ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২
খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি সরকারি নিষেধাজ্ঞার লঙ্ঘন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা 
নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা 
জাতীয় রূপান্তরে জন্য বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রথম দিন আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান
ঠাকুরগাঁওয়ে ধানের শীষে ভোট চাইলেন ফখরুল পত্নী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দুর্নীতির অভিযোগে ৪ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে জাতীয় কাঠামো হিসেবে গ্রহণের আহ্বান
১০