চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার
বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭
বাসস দেশ-২৭ জুয়াড়ি-গ্রেপ্তার চট্টগ্রামে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়ি গ্রেপ্তার চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারি) আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়ে চান্দগাঁও থানারওসি আফতাব উদ্দিন বলেন, শুক্রবার দিবাগত রাতে থানার বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন খুইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৩ হাজার ১৯৪ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইয়াছিন আরাফাত (২৪), মো. রাশেদ (৩৫), মো. হানিফ (৩৩), নুর মোহাম্মদ (৪০), মো. আলী (৫৩), মো. ওসমান (৬৪), সাইফুল ইসলাম হাসিব (১৯), আজাদ হোসেন বাচ্চু (২৮), রুবেল শীল (২৭), আবু তাহের (৩৯), খোরশেদ আলম (৪২), নুরুল ইসলাম (৪৫), কামাল হোসেন (৩৪), পারভেজ মোশারফ হোসেন (৩১), মাহমুদুল হক (৩৪), মো. ইউনুস (৫৫), মো. ইলিয়াছ (৫০), মো. ইদু প্রকাশ জীবন (৩১) ও সাজ্জাদ হোসেন নয়ন (৩১)। ওসি জানান, বিশেষ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
সর্বশেষ
জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা