রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে এক নারী নিহত, আহত ২০

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

রাজশাহী, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে এক নারী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ ছিলো। সেই জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দুর্গাপুর থানার ওসি মো. আব্দুর রুহুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বাসস'কে জানান, 'আজ (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে এ সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহত ফেরদৌসীকে (৪৫) উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, "আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ও গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০