রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে এক নারী নিহত, আহত ২০

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০২ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

রাজশাহী, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে এক নারী নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুরের তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিশদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দেলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিশদের বিরোধ ছিলো। সেই জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দুর্গাপুর থানার ওসি মো. আব্দুর রুহুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বাসস'কে জানান, 'আজ (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে এ সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহত ফেরদৌসীকে (৪৫) উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, "আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ও গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২
খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি সরকারি নিষেধাজ্ঞার লঙ্ঘন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা 
নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা 
জাতীয় রূপান্তরে জন্য বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রথম দিন আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান
ঠাকুরগাঁওয়ে ধানের শীষে ভোট চাইলেন ফখরুল পত্নী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দুর্নীতির অভিযোগে ৪ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে জাতীয় কাঠামো হিসেবে গ্রহণের আহ্বান
১০