বিপ্লব ধরে রাখতে না পারলে ফের ফ্যাসিবাদ পুনর্বাসন হবে : চট্টগ্রাম প্রেসক্লাবে বক্তারা

বাসস
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬ আপডেট: : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছে, সেটি কোনভাবে ব্যাহত করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোন ধরনের আপোষ করা যাবে না। সবাইকে ঐকমত্য থাকতে হবে। বিপ্লব ধরে রাখতে না পারলে ফের ফ্যাসিবাদ পুনর্বাসন হবে।

শনিবার, ২২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, ৫ আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এই পরিবর্তন ছিল ফ্যাসিবাদ বিরোধী বিশাল ঐক্যের পরিবর্তন। এই পরিবর্তন ধরে রাখতে হলে প্রতিটি পেশার ক্ষেত্রে ঐক্যের সম্প্রীতি বাড়াতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্য সোহাগ কুমার বিশ্বাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশেদ আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম, প্রেসক্লাবের ব্যবস্থাপনা সদস্য গোলাম মওলা মুরাদ, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস. এম. নছরুল কদির প্রমুখ। অনুষ্ঠান শেষে আইইবি’র নতুন গঠিত কমিটির নেতৃবৃন্দকে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০