শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ আপডেট: : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০

শেরপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় গতরাতে মাইক্রোবাস ও  মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে (১টায়) শেরপুর জেলা শহরের অষ্টমিতলায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন রনি (১৮) ও গৌরব (১২)। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। ল্যাবের মালিক শুভকে (২২) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতে একটি দ্রুত গতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা নামক স্থানে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী রনির ঘটনাস্থলে মৃত্যু হয়।

পরে গুরুতর আহত একজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় শুভ নামে আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের স্বত্বাধিকারী এবং কর্মচারী।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুবায়দুল আলম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীরাও পালিয়ে যায়। জড়িতদের আটকে কার্যক্রম চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুরে বস্ত্র বিতরণ
সনাতনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আট দাবি উপস্থাপন
চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না : এ্যানি
ফেনীতে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম   
১০