লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যের মেলা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৩
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ তিনদিনব্যাপী মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদশর্নী ও বিপণন মেলা শুরু হয়েছে। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় তিনদিনব্যাপী মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদশর্নী ও বিপণন মেলা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে  এ মেলার উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন। 

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে  মেলায় চট্রগ্রাম,কক্সবাজার,ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ ৫টি জেলার মৎস্যজীবীরা অংশ নেয়। মেলায়  শুটকি, দই, কৃষিপণ্য, নকশী কাথাঁ ও শীতলপাটিসহ মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন বিপণন নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল বসে। এছাড়া শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসিয়েছেন কেউ কেউ।  আর এ মেলা বাস্তবায়ন করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও অর্থ মন্ত্রণালয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন,  সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অভিদাস, প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান,জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.ও মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০