সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধ-সহ ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪
শাড়ি ও ওষুধ-সহ ভারতীয় মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির রোড নামক স্থান হতে ভারতীয় শাড়ি,  তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে বোরকা জব্দ করেন। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল ফকিরপাড়া, কেড়াগাছি ও বালিয়াঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আখবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য ১৬ লাখ ১১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬২০ মামলা
১০