সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধ-সহ ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪
শাড়ি ও ওষুধ-সহ ভারতীয় মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির রোড নামক স্থান হতে ভারতীয় শাড়ি,  তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে বোরকা জব্দ করেন। এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল ফকিরপাড়া, কেড়াগাছি ও বালিয়াঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল আখবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য ১৬ লাখ ১১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি’র জুন মাসের অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
নিলামে ৩৭৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক
শহীদ আবু সাঈদ ফিদে র‌্যাপিড রেটিং দাবা কাল শুরু
ই-সফট এরিনা চেস ক্লাব ও অগ্রনী ব্যাংক যুগ্মভাবে শীর্ষে
শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়া চিকিৎসক নিয়োগের অভিযোগে দুদকের অভিযান
১০