মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাইয়ের কারাদণ্ড ও জরিমানা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬ আপডেট: : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮

মেহেরপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ অর্থঋণ আদালতে দায়েরকৃত চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোটভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলকে একবছর কারাদণ্ড এবং তিনকোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

আজ রোববার দুপুরে মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

২০২৩ সালে সরফরাজ হোসেন মৃদুলের ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচি আদালতে এককোটি ৮০ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলা করেন। যার মামলা নম্বর- ৯০৭/২৩ (মেহেরপুর)।

রোববার রায় ঘোষণার সময় আসামি সরফরাজ হোসেন মৃদুলকে মেহেরপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায়  ঘোষনার পর পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

এ মামলায় বাদিপক্ষে আইনজীবী ছিলেন খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন খন্দকার আব্দুল মতিন।

মামলার রায়ে বলা হয়েছে, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানার এককোটি ৮০ লাখ টাকা বাদীকে এবং ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে এ মামলায় দন্ডিত ব্যক্তি যে কয়দিন হাজত খেটেছেন, সে কয়দিন সাজার একবছর থেকে কর্তন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ধর্ম উপদেষ্টার শুভেচ্ছা 
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান
তিস্তা নদীতে রেড অ্যালার্ট : বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে পানি
শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না : সারজিস আলম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা
বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
১০