মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাইয়ের কারাদণ্ড ও জরিমানা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬ আপডেট: : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮

মেহেরপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ অর্থঋণ আদালতে দায়েরকৃত চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোটভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলকে একবছর কারাদণ্ড এবং তিনকোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

আজ রোববার দুপুরে মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

২০২৩ সালে সরফরাজ হোসেন মৃদুলের ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচি আদালতে এককোটি ৮০ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলা করেন। যার মামলা নম্বর- ৯০৭/২৩ (মেহেরপুর)।

রোববার রায় ঘোষণার সময় আসামি সরফরাজ হোসেন মৃদুলকে মেহেরপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায়  ঘোষনার পর পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

এ মামলায় বাদিপক্ষে আইনজীবী ছিলেন খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন খন্দকার আব্দুল মতিন।

মামলার রায়ে বলা হয়েছে, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানার এককোটি ৮০ লাখ টাকা বাদীকে এবং ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে এ মামলায় দন্ডিত ব্যক্তি যে কয়দিন হাজত খেটেছেন, সে কয়দিন সাজার একবছর থেকে কর্তন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬২০ মামলা
১০