চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭ আপডেট: : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।ছবি : বাসস

চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাজারে ভোজ্যতেল মজুদ, খাদ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রামে ৪টি প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নগরীর আব্দুস সাত্তার রোড, রহমতগঞ্জ ও মোমিন রোড এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে আব্দুস সাত্তার রোডের স্বপ্ন স্টোরে ভোজ্য তেলের সংকট দেখিয়ে গুদামে মজুদ রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোমিন রোডের মেসার্স ঝাল বিতান নামের প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ৩ হাজার টাকা এবং হক স্টোরে অস্বাস্থ্যকর পরিবেশ, রান্নায় শিল্প লবণের ব্যবহার ও ক্ষতিকর উপাদান মিশিয়ে খাদ্য প্রস্তুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেল গুদামে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকির সময় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করা ও খাদ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার। এসব অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও কিছু প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২
খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি সরকারি নিষেধাজ্ঞার লঙ্ঘন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা 
নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা 
জাতীয় রূপান্তরে জন্য বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রথম দিন আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান
ঠাকুরগাঁওয়ে ধানের শীষে ভোট চাইলেন ফখরুল পত্নী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দুর্নীতির অভিযোগে ৪ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে জাতীয় কাঠামো হিসেবে গ্রহণের আহ্বান
১০