নড়াইলে ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাসস
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৮ আপডেট: : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩
নড়াইলের তিন উপজেলায় ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ছবি : বাসস

নড়াইল, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার তিন উপজেলায়  ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

গত আমন মওসুমে ভালো উৎপাদন এবং ধানের ন্যায্য মূল্য পাওয়ায় গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের চারা রোপনের পর জমিতে সেচ দেওয়া, সার ছিটানো,আগাছা পরিস্কার, চারা রোপণসহ নানান কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী নিপু মজুমদার বাসসকে জানান, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় মোট ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১০হাজার ৩৩৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায়  ১৬হাজার ৬১৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।তিন উপজেলায় বোরো  উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে  ২লাখ ২৮ হাজার ১১ মেট্রিক টন। অনেক কৃষক ইতোমধ্যেই ধানের চারা রোপণের কাজ শেষ করেছেন।

জেলার সদর উপজেলার কলোড়া গ্রামের বোরো চাষি সুলতান মোল্যাসহ একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিশস্য কাটার পর   সল্পমেয়াদী আগাম চারা রোপণ করায় ক্ষেতে ফসলের উৎপাদন ভালো হয়। এছাড়া ক্ষেতে রোগ-বালাই কম হওয়ায় উৎপাদন বেশি হয়ে থাকে।

সূত্রে আরো জানা যায়, এবার আবাদকৃত উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত গুলো হলো ইস্পাহানি সেভেন, এসিআই কোম্পানির বন্ধু , সিনজেন্টাল কোম্পানির হীরা ১২, ব্রাকসিডের সাথী, আফতাব ১০৬, সুপ্রিম সীড কোম্পানির হীরা সিক্স। দেশি জাতের ধানের মধ্যে  ব্রি ধান ৭৪,ব্রি ধান ১০০, ১০২,বিনা ২৫ জাতসহ বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের জাত রোপণ করেছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন স্থানে বোরো ধানের চারা রোপণের পর সার ও সেচ দেয়া, আগাছা নিংড়ানো কাজে সময় কাটাচ্ছেন কৃষকেরা। যেসব জমিতে বোরো ধান চাষ করা হচ্ছে ,তার সার্বিক পরিচর্যার জন্য কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে গিয়ে ধান চাষিদের  প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন জানান, চলতি মওসুমে ইতোমধ্যে ৪৯ হাজার ২৯২ হেক্টর জমিতে বোরো ধান চাষ  সম্পন্ন হয়েছে।লক্ষ্যমাত্রার মধ্যে ৯৮ শতাংশ জমিতে রোপনের কাজ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।সার ও কীটনাশকের কোন ঘাটতি না থাকায় এবং চাষিদের সেচ সুবিধা থাকায় ও ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা বোরো ধান চাষে অধিক মনোযোগী হয়েছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬ জন
মুন্সীগঞ্জে ৪ মাদক কারবারিকে সশ্রম কারাদণ্ড
জাবি’র আন্দোলনের ধারা বদলে যায় মালিহার ফেসবুক লাইভে
নওগাঁয় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জের সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
ফেব্রুয়ারির মধ্যভাগেই নির্বাচন হবে: আশাবাদ এজেডএম জাহিদের
১০