দিনাজপুরে শহীদ আট পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২
দিনাজপুরে শহীদ আট পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা।ছবি : বাসস

দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায়  বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আট পরিবারকে ২ লাখ টাকা করে ১৬ লক্ষ টাকা সরকার আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে গত বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ  আট পরিবারের মাঝে  ২ লাখ টাকা করে  চেক বিতরণ করা হয়েছে। 
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম শহীদ আট পরিবারের সদস্যর  হাতে ২ লাখ টাকা করে  চেক আনুষ্ঠানিক ভাবে তুলে দেন।

চেক প্রাপ্ত শহীদ পরিবার গুলো হলো, সদর উপজেলার বিদুরসাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শহীদ  রবিউল ইসলাম (২০),শহরের পাহাড়পুর মহল্লার সুবীর কুমার সেনের ছেলে শহীদ রুদ্র সেন(২২), বীরগঞ্জ উপজেলার ডাবড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শহীদ আলামিন ইসলাম(২৮),
নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে শহীদ আশিকুর রহমান(১৫),
চিরিরবন্দর উপজেলা লক্ষ্মীপুর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে শহীদ সুমন পাটোয়ারী (১৮),
বিরল উপজেলার পাকুরিয়া গ্রামের জয়নাল আবদিনের ছেলে শহীদ আসাদুল হক বাবু(৩০),
একই উপজেলার নাগরবাড়ী গ্রামের মরহুম আব্দুল কাফির ছেলে শহীদ জিয়াউর রহমান(৪২),
এবং  একই উপজেলার মধ্য করলা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. মাসুম রেজা অন্তর(১৫)।

শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর ফারুক বলেন, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ যে সরকার আমাদের প্রতি দৃষ্টি দিয়েছে এবং অনুদান হিসেবে অর্থ প্রদান করেছে। আমরা আমাদের শহীদ পুত্রদের আর ফিরে পাবো না। কিন্তু আমরা সকলের কাছে আহ্বান করছি আমাদের শহীদ পুত্রদের জন্য সবাই যেন দোয়া করেন। মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শহীদকে যেন জান্নাতের মর্যাদা দেন এই প্রার্থনা করছি।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর আলম,  অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাতুল আল মামুন, সহ প্রমুখ।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
১ মে ঢাকায় ‘বিশাল জনসভা’ করবে বিএনপি
গিলের ব্যাটিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে গুজরাট
গুলশানে ডিএনসিসির রাস্তা ও ফুটপাতের ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্র-শিক্ষকই হলো শিক্ষার মূল অনুষঙ্গ: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সম্ভাব্যতা যাচাই করছি: পরিবেশ উপদেষ্টা
অটিজম ব্যক্তি সমাজের বোঝা নয়, মানুষের জীবনের ভিন্ন বাস্তবতা : শারমীন এস মুরশিদ
চাঁদপুরে খাদ্যদ্রব্যে ভেজাল দেয়ায় ৬০ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে চীনের প্রস্তাবিত হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন 
১০