রাজশাহীতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ১০ সদস্য গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১

রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজশাহীতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সংঘবদ্ধ সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন হোসনিগঞ্জ এলাকার হাতেম কসাইয়ের ছেলে ডাকাত দলের নেতা আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫), তার সহযোগী দামকুড়ার ধুতরাবনা এলাকার আব্দুস ছাত্তারের ছেলে মো. সম্রাট (৩৮), আসাম কলোনি এলাকার আকবর আলীর ছেলে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের শান্ত ইসলাম (২২), রাণীনগর মোন্নাফের মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে জিসান হোসেন (২৩), কাজলা এলাকার আফজাল হোসেনের ছেলে মাইন হোসেন আলিফ (১৯), মেহেরচণ্ডী কড়ইতলা এলাকার রজব আলীর ছেলে শাকিল খান (২৩), পাঠানপাড়া এলাকার মো. আফরোজের ছেলে নাইম ইসলাম (২৫), একই এলাকার বাদশার ছেলে শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সেলিমের ছেলে আকাশ হোসেন (২৩), চারঘাট উপজেলার চকমোক্তারপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (২৮)।

তাদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতসহ চারটি মোবাইল ফোন, চারটি মানিব্যাগ, নগদ ১ হাজার ৬৪৫ টাকা, একটি ধারালো টিপ চাকু, একটি চাঁদা আদায়ের রশিদ বই ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ডাকু আউয়াল ও তার সহযোগী সম্রাটের নামে পূর্বেও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রত্যেকের নামেই একাধিক মাদক, ছিনতাই ও চুরির মামলা রয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইং থেকে জানানো হয়, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার অভিযান চলমান থাকবে বলে জানান সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০