ভোলা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার প্রত্যন্তঞ্চলে এবার আম গাছে ব্যাপক মুকুল ধরেছে। হরেক রকম আমগাছে মুকুলে সয়লাব হওয়ায় আমের বেশি ফলনের প্রত্যাশা করছেন চাষীরা।
তথ্যমতে, বিগত দিনে এখানে বাণ্যিজিকভাবে আমের চাষ না হলেও গত দশবছর যাবত ব্যক্তিগত উদ্যোগে অনেক কৃষকই এখন আম চাষের দিকে ঝুঁকছেন। ভোলা সদরের রাজাপুরে পাঁচ একর জমির উপর নানাজাতের আমের বাগান সাজিয়েছে খামারি ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। তিনি বাসস'কে বলেন,বাগান করে অতীতে ফলনে আশাভঙ্গ হলেও এবার মৌসুমে যেহারে মুকুল দেখছি তা-যদি টিকে যায় তাহলে পূর্বেকার সব লোকসানান পুষে যাবে। রাজাপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষিকর্মকর্তা মো: মঞ্জুরুল আলম বাসস'কে বলেন,এবার ওই এলাকায় আমের মুকুল সবাইকে তাক লাগিয়েছে। মুকুল নষ্ট না হওয়ার কারন হিসেবে তিনি বলেন,যদি রাতে গরম আর দিনেও গরম থাকে তাহলে আমের মুকুল পড়েনা।কিন্তু যদি রাতে গরম আর দিনে কুয়াশা থাকে তাহলে মুকুল ঝড়ে যায়।
এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার ফলে ভোলায় আমের ব্যাপক ফলন হওয়ার আশা করছেন তিনি। ভোলা জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আইরিন সুলতানা বাসস'কে জানান,এজেলায় নির্ধারিতভাবে আমের চাষ না হলেও ব্যক্তিগত উদ্যোগে এখন অনেকেই নিজস্ব মৎস্যখামারের কিছু অংশে আমের চাষ শুরু করেছেন। এবার মৌসুমে আবহাওয়ার ভারসাম্য অটুট থাকায় আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি বলেন,এভাবে মুকুল থেকে আম মার্বেল আকার ধারণ করার পর যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়,তবেই আমের ব্যাপক ফলন হবে।