বেরোবি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ রয়েছে : পাকিস্তান হাইকমিশনার

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯ আপডেট: : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭
বৃহস্পতিবার বেরোবির উপাচার্য শওকাত আলীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। ছবি : বাসস

রংপুর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় (বোরবি), রংপুর এর শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।

আজ বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এক সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রায় তিনশ’টি বৃত্তির ব্যবস্থা আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই সুযোগ নিতে পারেন।

এ সময় বেরোবি উপাচার্য পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে পাকিস্তানের হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এর আগে উপাচার্য সকালে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করা হচ্ছ।

তিনি দুদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ।

মতবিনিময় সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নড়াইলে শিশু একাডেমির শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের আর্জি পেশ
যানজট নিরসনে কুমিল্লায় উচ্ছেদ অভিযান
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ
দেশের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
ট্যানারি শিল্প নগরীতে বিসিক প্রকল্প পিপিপি মডেলের অধীনে বাস্তবায়ন না করার সিদ্ধান্ত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পূণ্যানুষ্ঠান 
ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না: নাহিদ
১০