বাগেরহাটে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে সাত লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের সাড়ে সাত লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

বাগেরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পরিচালিত ইটভাটা থেকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে।

চিতলমারী উপজেলার শৈলদহ এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স এম. বি. এম ব্রিকস নামে একটি  ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে তাতক্ষণিক তিন লাখ টাকা জরিমানা আদায় করেন এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে মর্মে মুচলেকা নেওয়া হয়।

এছাড়া চলতি মাসের ৫ ফেব্রুয়ারি জেলার মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত মেসার্স খান ব্রিকস, মেসার্স মানিক ব্রিকস, মেসার্স দ্বীপ ব্রিকস, দ্বীপ ব্রিকস-২, সিকদার ব্রিকস নামে ৫ টি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নগদ সাড়ে তিন লাখ টাকা জরিমানা সহ পাঁচটি  ইটভাটার কার্যক্রম ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশনা প্রদান ও লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা। পৃথক দুটি অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলার সহকারী পরিচালক দেলোয়ার হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চিতলমারী, মোল্লাহাট থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বাসসকে জানান বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের উপ -পরিচালক আসাদুর রহমান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০