বাগেরহাট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পরিচালিত ইটভাটা থেকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে।
চিতলমারী উপজেলার শৈলদহ এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স এম. বি. এম ব্রিকস নামে একটি ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে তাতক্ষণিক তিন লাখ টাকা জরিমানা আদায় করেন এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে মর্মে মুচলেকা নেওয়া হয়।
এছাড়া চলতি মাসের ৫ ফেব্রুয়ারি জেলার মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত মেসার্স খান ব্রিকস, মেসার্স মানিক ব্রিকস, মেসার্স দ্বীপ ব্রিকস, দ্বীপ ব্রিকস-২, সিকদার ব্রিকস নামে ৫ টি ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নগদ সাড়ে তিন লাখ টাকা জরিমানা সহ পাঁচটি ইটভাটার কার্যক্রম ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশনা প্রদান ও লিখিত মুচলেকা নেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা। পৃথক দুটি অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলার সহকারী পরিচালক দেলোয়ার হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চিতলমারী, মোল্লাহাট থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বাসসকে জানান বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের উপ -পরিচালক আসাদুর রহমান।