চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:৩৫
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা। ছবি: বাসস

চট্টগ্রাম, ২ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে ভোজ্য তেলের সংকট দেখিয়ে গুদামে মজুদ করা, বেশি দামে বিক্রি এবং খাবারে ক্ষতিকর কেমিক্যাল মেশানোসহ নানা অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার (২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে নগরীর পাহাড়তলী বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, পাহাড়তলী বাজারের ইকরাই স্টোরে তদারকিকালে ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রয় না করে সঙ্কট দেখিয়ে গুদামে তেল মজুদ করা এবং অনুমোদন বিহীন ক্ষতিকর কেমিক্যাল ও রং খাবারের ব্যবহার যোগ্য রঙ হিসেবে বিক্রি করায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই অপরাধে কায়সার এন্ড ব্রাদার্সে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স জাহাঙ্গীর স্টোরে ২ হাজার টাকা, নির্ধারিত মূল্যের বেশি দরে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয় এবং ভবিষ্যতে যেন এ ধরণের অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।  

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ’র নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। তিনি জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০