কৃষকদের জন্য হটলাইন সেবা চালু করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ

বাসস
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:৫২ আপডেট: : ০২ মার্চ ২০২৫, ২১:০২

রাজশাহী, ২ মার্চ ২০২৫ (বাসস): বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য সেচ সেবা বৃদ্ধির লক্ষ্যে ও সমস্যা নিরসনে হটলাইন চালু করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। 

যেকোন ধরনের হয়রানি বা অসহযোগিতার বিষয়ে কৃষকদের অভিযোগ গ্রহনের জন্য হটলাইন নম্বর- ০১৩৩৬-৪২৬৩৩০ চালু করা হয়েছে বলে জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। 

ড. এম আসাদুজ্জামান জানান, চলতি বোরো মৌসুমে রাজশাহী ও রংপুর বিভাগে ১৬ হাজার ৭১৫ টি সেচযন্ত্র দ্বারা প্রায় ৩ দশমিক ৩০ লক্ষ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয়ভাবে স্কীমভুক্ত কৃষকদের মধ্যে থেকে বিএমডিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন পাম্প অপারেটর সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। 

এক্ষেত্রে চলতি অর্থবছরে অপারেটর নিয়োগের নীতিমালা প্রণয়ন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জনকে নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দায়িত্বপ্রাপ্ত অপারেটরদের কোন ধরনের অসহযোগিতা বা অন্যকোন কারনে জমিতে সেচ প্রাপ্তিতে ইচ্ছাকৃত বিলম্ব ঘটানো, নির্ধারিত সেচচার্জের অধিক অর্থ গ্রহণ, এতদসংক্রান্ত যে কোনো ধরনের হয়রানি বিষয়ে কৃষকদের অভিযোগ গ্রহনের জন্য একটি হটলাইন নম্বর (০১৩৩৬-৪২৬৩৩০) চালু করা হয়েছে। এ নম্বরে ফোন করে  বিএমডিএ’র সেচযন্ত্রের স্কীমভূক্ত ১০ লক্ষেরও অধিক কৃষকগণ যে কোন সময়ে তাদের সেচ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। 

তিনি জানান, প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিএমডিএ’র কর্মকর্তাদের সমন্বয়ে জেলাভিত্তিক ৬টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ সরেজমিন পরিদর্শনপূর্বক অভিযোগ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০