মুন্সীগঞ্জে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৯:৫২
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান মিঝি। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় আজ হত্যা মামলায় আসামী হাবিবুর রহমান মিঝিকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের প্রদান করেছে আদালত। 

আজ বুধবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান মিঝি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার উত্তর কুরমিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিঝির পুত্র।

ওায় ঘোষনার সময়ে আসামি হাবিবুর রহমান মিঝি আদালতে উপস্থিত ছিলেন। 

এ মামলায় রাষ্ট্র্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট আরিফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ টংগিবাড়ী উপজেলার লাখারন গ্রামের মৃত শফি উদ্দিনের মেয়ে ভারসাম্যহীন ভিকটিম সালেহা ওরফে ডলি (৩০) বাড়ি থেকে নিখোঁজ হন। কয়েকদিন পরে একই বছরের ৭ মার্চ  লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের হাজী কালাম মোল্লার বাড়ির ভাড়াটে হাবিবুর রহমান মিঝির শোবার ঘর থেকে নিখোঁজ সালেহা ওরফে ডলির মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানেকে পুলিশ গ্রেফতার করে। 

এ ঘটনায় নিহত ডলির ভাই নূর মোহাম্মদ দপ্তরি বাদী হয়ে ২০১৮ সালের ২২ মার্চ হাবিবুর রহমান মিঝিকে আসামী করে টংগিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমান সহ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি হাবিবুর রহমান মিঝি দোষী সাব্যস্ত হন। 

এ মামলায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর আজ রায় প্রদান করেন। রায়ে আসামি হাবিবুর রহমান মিঝিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ
জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের
প্রিমিয়ার লিগের আগ্রহকে উপেক্ষা করে বায়ার্নেই থাকার কথা জানালেন কেন
ইসরাইলে হামাসের হামলার বার্ষিকীতে বিক্ষোভ না করার আহ্বান স্টারমারের
বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা : কাস্টমস কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
রংপুরের উন্নয়নে ১৯ দফা প্রস্তাবনা
ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫
উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে : অর্থ উপদেষ্টা
১০