রংপুর, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ আসনের উন্নয়ন রূপকল্প তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক পরামর্শ সভা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
সভায় তিনি বলেন, অতীতের রাজনৈতিক সমঝোতার কারণে রংপুরের উন্নয়ন কার্যত বন্ধ ছিল। সেই বন্ধ্যাত্ব ঘুচিয়ে অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, অধ্যক্ষ মকবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, রেজাউল করিম লাবলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পে সামসুজ্জামান সামু যে বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন তা হলো
তরুণদের স্বনির্ভরতার জন্য বিকল্প কর্মক্ষেত্র প্রস্তুত, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর কৌশল গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচি, শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক স্থবিরতা দূরীকরণ, জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি, শ্যামাসুন্দরী খালকে স্বাস্থ্য ও পরিবেশবান্ধব রূপে পুনর্গঠন, রংপুরকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের হাব হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে রংপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্যরা সদরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জনসংখ্যা অনুপাতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস, রংপুর মেডিকেল কলেজসহ স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা চালু ও হতদরিদ্রদের জন্য সুলভমূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন নির্বাচিত হলে: পরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবস্থা, আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তি চর্চা, উত্তরের কৃষির আধুনিকায়ন ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন, হাড়িভাঙ্গা আম, আলুসহ কৃষিপণ্যের বাজারজাতকরণ ও রপ্তানি সহজীকরণ, যুবদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্যকর রোডম্যাপ ঘোষণা করা হবে।
সভায় সাংবাদিকদের মধ্যে রংপুরের উন্নয়ন বিষয়ে সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন: সরকার মাজহারুল মান্নান (যমুনা টেলিভিশন), রেজাউল করিম মানিক (রংপুর সাংবাদিক ইউনিয়ন), ফরহাদুজ্জামান ফারুক (ঢাকা পোস্ট), বাবলু নাগ (ভোরের ডাক), আসাদুজ্জামান আফজাল (সকালের বাণী), এহসানুল হক সুমন (প্রতিদিনের বাংলাদেশ), শাহরিয়ার মিম (এটিএন নিউজ), হুমায়ুন কবির মানিক ও সাজ্জাদ হোসেন বাপ্পী (করতোয়া)।