জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:১৪
ছবি : বাসস

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক গোপালগঞ্জ। 

পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে।

বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে শিরোপা জয় করে। 

তবে ফাইনালে সহজ জয় পেলেও, এর আগে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে নেয় ঢাকা। তারা ৪৫-৪৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে। 

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

একই ভেন্যুতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের খেলায় পুরুষ বিভাগে জয় পেয়েছে বরিশাল ও বাগেরহাট। প্রথম খেলায় বরিশাল ৫২-৪০ পয়েন্টে বাগেরহাটকে পরাজিত করে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাগেরহাট। তারা ৫৪-৩৭ পয়েন্টের ব্যবধানে বরগুনাকে পরাজিত করে। 

ধানসিঁড়ি জোনের নারী বিভাগে মাদারীপুর ২৫-২০ পয়েন্টে বরিশালকে পরাজিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
১০