সাবেক কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:৪৩
বেলাল হোসাইন চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৭ অক্টোবর ২০২৫ (বাসস): জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনাপোল কাস্টমস হাউসের সাবেক কমিশনার, ঢাকার শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের সাবেক মহাপরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলাটির অনুসন্ধানের দায়িত্ব পালন করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা ।

অনুসন্ধান টিমের প্রতিবেদনে বলা হয়, বেলাল হোসাইন চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকার সম্পদ প্রদর্শন করলেও অনুসন্ধানে তার নামে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদ পাওয়া যায়। তিনি ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুসন্ধানে আরও দেখা যায়, দায়-দেনা বাদে বেলাল হোসাইন চৌধুরীর নিট সম্পদের মূল্য দাঁড়ায় ৭ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৩ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ৮ কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৩ টাকা। এভাবে মোট অর্জিত সম্পদের পরিমাণ হয় ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার ৪২৬ টাকা, যার বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় ১১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৩০ টাকা। ফলে তিনি জ্ঞাত আয়ের উৎসের বাইরে থেকে ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক অনুসন্ধানে প্রতীয়মান হয়।

দুদক মনে করে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় বেলাল হোসাইন চৌধুরী তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত সম্পদ অর্জন করেছেন।

এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে : মহাপরিচালক
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫১ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
১০