প্রিমিয়ার লিগের আগ্রহকে উপেক্ষা করে বায়ার্নেই থাকার কথা জানালেন কেন

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:১৫

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রিমিয়ার লিগে ফিরে আসার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। কিন্তু আপাতত সেই আগ্রহকে সরিয়ে বায়ার্ন মিউনিখেই আরো কিছুদিন থাকার বিষয়টি বিবেচনা করছেন এই ইংলিশ তারকা। 

বায়ার্নে এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছেন কেন। ইতোমধ্যেই জার্মান চ্যাম্পিয়নদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচে করেছেন ১৮ গোল। ৩২ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার বায়ার্নের ক্যারিয়ারে এ পর্যন্ত ১০৬ ম্যাচে করেছেন ১০৩ গোল। ২০২৭ সাল পর্যন্ত মিউনিখের সাথে তার চুক্তি রয়েছে। নতুন চুক্তির বিষয়ে সম্ভাব্য আলোচনার বিষয়েও ইতিবাচক মনোভাব পোষন করেছেন কেন।

এই মুহূর্তে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড জাতীয় দলে যোগ দিয়েছেন কেন। বায়ার্নের চুক্তি প্রসঙ্গে কেন বলেছেন, ‘দীর্ঘদিন এই ক্লাবের থাকার বিষয়টি বিবেচনা করতে গেলে, অবশ্যই আমি সেটা নিয়ে চিন্তা করছি। দুই সপ্তাহ আগে আমি এ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছি। যদিও বায়ার্নের সাথে এখনো কোন কথা হয়নি। কিন্তু কথা উঠলে আমি স্বাভাবিক ভাবেই অকপটে আমার আগ্রহের কথা ক্লাবকে জানাবো। অবশ্যই সবকিছু সময়ের উপর নির্ভর করছে। আমরা একসাথে কতটা পথ এগিয়ে যেতে পারি, কি অর্জন করতে পারি সেটাও দেখার বিষয়। এই মুহূর্তে আমি এটুকু বলতে পারি আমাদের সময়টা দারুন যাচ্ছে। এছাড়া আমি কোন কিছু ভাবতে চাইনা।’

২০২৩ সালে কেন যখন টটেনহ্যাম ছেড়েছিলেন তখন ধারণা করা হয়েছিল তিনি হয়তো আবারো ইংল্যান্ডে ফিরে আসবেন। একইসাথে প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড ভাঙ্গার চেষ্টা করবেন। প্রিমিয়ার লিগে এ্যালান শিয়েরারের ২৬০ গোলের মাইলফলক ছাড়িয়ে যেতে আর মাত্র ৪৮ গোল প্রয়োজন আছে কেনের। 

টটেনহ্যাম বস থমাস ফ্র্যাঙ্ক সম্প্রতি বলেছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতার উত্তর লন্ডনে ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি। 

বায়ার্নের সাথে রিলিজ ক্লজ হিসেবে কেনের ৫৭ মিলিয়ন পাউন্ড চুক্তি রয়েছে। সম্প্রতি বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রেড বলেছেন এবার সম্ভবত কেনের সর্বোচ্চ ভার্সন দেখার অপেক্ষা করছে পুরো ক্লাব। 

গত মৌসুমে বায়ার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন কেন। ক্যারিয়ারে দীর্ঘ অপেক্ষার পর এই শিরোপার দেখা পেয়েছেন। এ কারনে নিজেকে আরো পরিনত করার তাগিদ অনুভব করছেন। কেন বলেন, ‘গত বছরের মত কিছু একটা অর্জন করতে পারলে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়াটা সহজ হয়ে যায়। আমার মধ্যে এখন আরো ভাল খেলার অনুপ্রেরণা এসেছে। আশা করছি এ বছরই সেটা দেখা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংক প্রধানের
কুমিল্লায় অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জরিমানা
১০