শিক্ষা উপদেষ্টার সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২১:২৫
ছবি: বাসস

সিলেট, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার প্রসারের বিষয়ে আলোচনা করেন।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, গবেষণা অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, ‘শাবিপ্রবি সর্বদা গবেষণার উৎকর্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, সরকারের সহযোগিতায় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’ 

এ ছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান।  

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শাবিপ্রবির বিভিন্ন অগ্রগতির প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীর মনোহরদীতে বিএনপির গণসংযোগ
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের সাম্প্রতিক বিজয়ীরা
সাংবাদিকদের ওপর হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
স্থায়ী কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করল বিসিবি
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ
গাজায় ‘গণহত্যার’ নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক
নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
কৃষিজমি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ: ভূমি উপদেষ্টা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
১০