গাজায় ‘গণহত্যার’ নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৫০

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজায় ‘গণহত্যার’ ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছেন ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন।

গতকাল সোমবার তিনি বলেন, গাজায় গণহত্যাকে (হামাসের হামলায় ইসরাইলি নিহতের) পাল্টা জবাব হিসেবে বিবেচনা অগ্রহণযোগ্য।

ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলি ভূখণ্ডে ঢুকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল ভ্যাটিকানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। তিনি বলেন, এখনো জিম্মিদের জন্য প্রার্থনা করি।

তিনি আরো বলেন, হামাস-ইসরাইল যুদ্ধ বিপর্যয়কর এবং অমানবিক পরিণতি ডেকে এনেছে। ফিলিস্তিনে প্রতিদিন সাধারণ মানুষের মৃত্যু দেখে তিনি মর্মাহত বলেও জানান।

প্যারোলিন বলেন, ফিলিস্তিনে রোজ সাধারণ মানুষের মৃত্যু দেখে মর্মাহত হই, বিশেষ করে শিশুদের জন্য। এই শিশুদের একমাত্র দোষ মনে হয়— তারা গাজায় জন্মগ্রহণ করেছে।

তিনি আরো বলেন, পাল্টা প্রতিশোধ হিসেবে মানুষকে এভাবে গণহারে হত্যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।

যারা গাজায় ইসরাইলের হামলাকে ইহুদি বিদ্বেষের উচিত শিক্ষা বলে সমর্থন দিচ্ছেন, তাদেরও নিন্দা করেছেন প্যারোলিন। এটাকে তিনি ‘ক্যান্সার’ আখ্যায়িত করেছেন।

তিনি আরো বলেন, ঘৃণার বিকৃত শৃঙ্খল এমন সর্পিলাকার ধারণ করতে পারে, যা ভালো কোনো ফল বয়ে আনে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
১০