পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের সাম্প্রতিক বিজয়ীরা

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৯:১২

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): গত ১০ বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা এখানে দেওয়া হল: 

স্টকহোম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

২০২৫: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং আবিষ্কারের জন্য ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল ডেভোরেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন মার্টিনিস। 

২০২৪: কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য জন হপফিল্ড (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং জিওফ্রে হিন্টন (কানাডা-ব্রিটেন) যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন।

২০২৩: পরমাণু এবং অণুর ভিতরে ইলেকট্রন অন্বেষণের সরঞ্জাম নিয়ে গবেষণার জন্য পিয়েরে আগোস্টিনি (ফ্রান্স), ফেরেঙ্ক ক্রাউস (হাঙ্গেরি-অস্ট্রিয়া) এবং অ্যান ল'হুইলিয়ার (ফ্রান্স-সুইডেন) পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন।

২০২২: কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যুগান্তকারী কাজের জন্য অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স), জন ক্লজার (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং অ্যান্টন জেইলিংগার (অস্ট্রিয়া) পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান।

২০২১: জলবায়ু মডেলের জন্য সিউকুরো মানাবে (মার্কিন যুক্তরাষ্ট্র-জাপান) এবং ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি) এবং বিশৃঙ্খল পদার্থ এবং এলোমেলো প্রক্রিয়ার তত্ত্বের ওপর কাজের জন্য জর্জিও প্যারিসি (ইতালি) পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন।

২০২০: কৃষ্ণগহ্বরের গবেষণার জন্য রজার পেনরোজ (ব্রিটেন), রেইনহার্ড জেনজেল (জার্মানি) এবং আন্দ্রেয়া গেজ (মার্কিন যুক্তরাষ্ট্র) পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেছেন।

২০১৯: বিগ ব্যাংয়ের পরে মহাবিশ্বের বিবর্তন ব্যাখ্যা করার জন্য জেমস পিবলস (কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র) এবং আমাদের নিজস্ব ছায়াপথে সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে সৌরজগতের বাইরে একটি গ্রহের প্রথম আবিষ্কারের জন্য মিশেল মেয়র এবং ডিডিয়ার কুয়েলোজ (সুইজারল্যান্ড)।

২০১৮: আর্থার অ্যাশকিন (মার্কিন যুক্তরাষ্ট্র), জেরার্ড মোরো (ফ্রান্স) এবং ডোনা স্ট্রিকল্যান্ড (কানাডা), সংশোধনমূলক চোখের অস্ত্রোপচার এবং শিল্পে উন্নত নির্ভুল যন্ত্রের জন্য ব্যবহৃত লেজার ক্ষেত্রের আবিষ্কারের জন্য পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

২০১৭: ব্যারি ব্যারিশ, কিপ থর্ন এবং রেইনার ওয়েইস (মার্কিন যুক্তরাষ্ট্র), মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারের জন্য, যা এক শতাব্দী আগে আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের অংশ হিসাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

২০১৬: ডেভিড থুলেস, ডানকান হ্যালডেন এবং মাইকেল কোস্টারলিটজ (ব্রিটেন), পদার্থের অস্বাভাবিক পর্যায় বা অবস্থায়, যেমন সুপারকন্ডাক্টর, সুপারফ্লুইড এবং পাতলা চৌম্বকীয় ফিল্মের অদ্ভুত ঘটনা অধ্যয়নের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বন্দরে তিন মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১২ শতাংশের বেশি
নারীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার নিয়ে শেষ হলো হরাইজন ফেস্ট 
সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি, লোকো মাস্টারসহ বরখাস্ত ২
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫১ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
১০