পড়তে, লিখতে ও গণিত করতে পারবে- শিশুদের এমনভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০০:৩৫

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পড়তে, লিখতে ও গণিত করতে পারবে-শিশুদের এমনভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এটুকু মিনিমাম। এর চাইতে যারা ভালো করতে পারবে তাদেরকে সালাম দেব। প্রচার করব ঐ স্কুল ভালো।

আজ বৃহস্পতিবার রাজধানীর পিটিআই অডিটরিয়ামে ঢাকা মহানগরীর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান শিক্ষকদের উদ্দেশে বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষকদের  নিয়ে বসে এ্যাসেস করেন-আপনারা কোন জায়গায় আছেন। কোন জায়গায় কত দিনে যেতে চান। লক্ষ্য নির্ধারণ করেন, আমরা কোন লেভেলে আছি, আরো ভালো করতে  হলে কি করতে হবে, কি করণীয়, সমস্যা  কী, কার্যক্রম ঠিক করেন- স্কুল খোলার পর কার্যক্রম শুরু করতে পারেন। লক্ষ্য নির্ধারণ  করে কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করেন। প্রয়োজনে আমাদের সহযোগিতা চান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের  উপ-পরিচালক মো. আলী রেজা।

এ ছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন থানার শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, টিআরসি'র ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০