পড়তে, লিখতে ও গণিত করতে পারবে- শিশুদের এমনভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০০:৩৫

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পড়তে, লিখতে ও গণিত করতে পারবে-শিশুদের এমনভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এটুকু মিনিমাম। এর চাইতে যারা ভালো করতে পারবে তাদেরকে সালাম দেব। প্রচার করব ঐ স্কুল ভালো।

আজ বৃহস্পতিবার রাজধানীর পিটিআই অডিটরিয়ামে ঢাকা মহানগরীর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান শিক্ষকদের উদ্দেশে বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষকদের  নিয়ে বসে এ্যাসেস করেন-আপনারা কোন জায়গায় আছেন। কোন জায়গায় কত দিনে যেতে চান। লক্ষ্য নির্ধারণ করেন, আমরা কোন লেভেলে আছি, আরো ভালো করতে  হলে কি করতে হবে, কি করণীয়, সমস্যা  কী, কার্যক্রম ঠিক করেন- স্কুল খোলার পর কার্যক্রম শুরু করতে পারেন। লক্ষ্য নির্ধারণ  করে কার্যক্রম বাস্তবায়ন করার চেষ্টা করেন। প্রয়োজনে আমাদের সহযোগিতা চান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের  উপ-পরিচালক মো. আলী রেজা।

এ ছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন থানার শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, টিআরসি'র ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০