চবি’র ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ২৮১৭ জনের উত্তরপত্র বাতিল

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:১৫

চট্টগ্রাম, ৭ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৮১৭ ভর্তিচ্ছু শিক্ষার্থীর ওএমআর (উত্তরপত্র) বাতিল হয়েছে। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৩ দশমিক ০৭ শতাংশ।

এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষায় পাস করেছেন ২৯ হাজার ৪১১ ভর্তিচ্ছু। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৩২ দশমিক ০৬ শতাংশ। ফেল করেছেন ৫৯ হাজার ৫১১ বা ৬৪ দশমিক ৮৭ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান পাওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৫০ নম্বর।

শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। এরআগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
 
ওএমআর বাতিল হওয়ার কারণ সম্পর্কে ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, ওএমআর বাতিলের প্রধান কারণ- সেট কোড পূরণ না করা। এছাড়া ওএমআর শিটের আশপাশে লেখালেখি করলেও এটা বাতিল হয়। কিছুক্ষেত্রে হয়তো রোল বা আইডি ঠিকঠাক পূরণ করেনি শিক্ষার্থীরা। এগুলোই ওএমআর বাতিলের বেসিক কারণ।

প্রসঙ্গত, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ১২৩টি। এই আসনের বিপরীতে এবছর ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ নেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী।

গত ১ মার্চ (শনিবার) চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ৮ মার্চ বি ইউনিট, ১০ মার্চ বি-১ উপ-ইউনিট, ১১ মার্চ বি-২ উপ-ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট, ২২ মার্চ ডি ইউনিট ও ২৪ মার্চ ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০