সুনামগঞ্জে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:৫৩
সুনামগঞ্জে টাস্কফোর্স- এর অভিযানকালে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৭ মার্চ ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সুরমা নদীতে টাস্কফোর্স- এর অভিযানকালে স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট ও প্যান্ট পিস, শাড়ি, থ্রি পিস, থান কাপড় এবং সোফার কাপড় জব্দ করা হয়েছে।  

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সুরমা নদীর সাহেব বাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে টাস্কফোর্স। 

সুনামগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব-এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামসহ বিজিবি জওয়ানরা অংশগ্রহণ করেন। 

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স সুরমা নদীর সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন একিট ইঞ্জিন-চালিত স্টিল বডি নৌকাসহ দুই হাজার ৭১৮ পিস ভারতীয় শার্ট, চারহাজার ২১৬ মিটার প্যান্ট পিস, ৯০ পিস শাড়ী, ২৩টি থ্রি পিস, এক হাজার ৯১০ দশমিক ১১ মিটার থান কাপড় এবং তিনশ’ দশমিক ৭৫ মিটার সোফার কাপড় জব্দ করে। এসব সামগ্রির আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা। 

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
১০