চাঁদপুরে মেঘনায় জাটকা শিকারের দায়ে ৮ জনকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৩০

চাঁদপুর, ৭ মার্চ, ২০২৫ (বাসস): জেলায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৮ জেলেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় তাদের কাছ থেকে পাঁচহাজার মিটার কারেন্ট জাল, ২টি নৌকা ও পাঁচকেজি জাটকা মাছ জব্দ করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। পরে, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৮ জনকে জনপ্রতি তিনহাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
১০