চাঁদপুরে মেঘনায় জাটকা শিকারের দায়ে ৮ জনকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৩০

চাঁদপুর, ৭ মার্চ, ২০২৫ (বাসস): জেলায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৮ জেলেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় তাদের কাছ থেকে পাঁচহাজার মিটার কারেন্ট জাল, ২টি নৌকা ও পাঁচকেজি জাটকা মাছ জব্দ করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়। পরে, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৮ জনকে জনপ্রতি তিনহাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
আবার চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন
সিরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতায় পাঁচ শতাধিক নিহত হয়েছে : পর্যবেক্ষক সংস্থা
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩২৮ জন আটক 
ছাত্র-জনতা হত্যা মামলায় সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে
১০